বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পেল ১ হাজার শিক্ষার্থী
রায়গঞ্জে শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে মাহাতো ফাউন্ডেশনের উদ্যোগে শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীদের মাঝে বইটি বিনামূল্যে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ এই তিনটি শব্দ শিক্ষার্থীদের ধারণ ও লালনের লক্ষ্যে এ মহতী উদ্যোগ নেয় মাহাতো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও তানোরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো।
মাহাতো ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাপলা রাণী মাহাতোর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাহাতো ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সুশান্ত কুমার মাহাতো।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও মাহাতো ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. গজেন্দ্র নাথ মাহাতো, ইউনিয়ন আওয়াশী লীগের সাধারণ সম্পাদক এসএম রোকনুজ্জামান রোকন ও সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক উজ্জল মাহাতো। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহাতো ফাউন্ডেশনের উপদেষ্টা নির্মল কুমার মাহাতো।
অনুষ্ঠান শেষে শহরলাল মাহাতো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন মো. আব্দুল আজিজ এমপি।
শুভ কুমার ঘোষ/এএম