জয়পুরহাটে ট্রাক ওসিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক সেলিম উদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোস্তফা জামান। এ সময় স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃত সেলিম উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাটিহাস এলাকার সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকের হেলপার আশরাফুল (২২) এখনো পলাতক রয়েছেন।

মেজর মোস্তফা জামান বলেন, ট্রাকটির ড্রাইভার টানা ছয় দিন দেশের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে গাড়ি চালিয়েছে। রোবরার গভীর রাতে নওগাঁর মান্দা উপজেলা থেকে ধান নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া গেছেন। সেখানে ধান আনলোড করে সকালে আবার রংপুর যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটান। এতে পাঁচজনের মৃত্যু হয়। পরে তিনি ট্রাকটি বটতলী বাজারে রেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা হয়েছে। তাকে ক্ষেতলাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, জয়পুরহাটের ক্ষেতলাল পৌরশহরের মালীপাড়া এলাকায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ট্রাক-সিএনজির সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন প্রাণ হারান। তারা হলেন- ক্ষেতলালের শাখারুঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে নাফিস ফুয়াদ (১৮), ইটাখোলা এলাকার রইচ উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫), ক্ষেতলালের নাসিরপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম (৬০), সিএনজির ড্রাইভার আমজাদ হোসেন (৫৫) ও জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকার বাসিন্দা শাহিনূর বেগম (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিনকে (৪৮) ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চম্পক কুমার/আরএআর