ইঞ্জিন ঘোরানোর সময় কিশোরগঞ্জে এগারোসিন্ধু লাইনচ্যুত
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এগারোসিন্ধু গোধূলি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ভৈরব-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে এগারোসিন্ধু গোধূলি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘুরানো সময় লাইনচ্যুত হয় ট্রেনটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। রিলিফ ট্রেন কল করা হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা হয়েছে।
এসকে রাসেল/এসকেডি
বিজ্ঞাপন