কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এগারোসিন্ধু গোধূলি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ভৈরব-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে এগারোসিন্ধু গোধূলি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘুরানো সময় লাইনচ্যুত হয় ট্রেনটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। রিলিফ ট্রেন কল করা হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশে রওনা হয়েছে।

এসকে রাসেল/এসকেডি