মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেছেন, কাগজের পত্রিকার চেয়েও অনলাইন পত্রিকা এখন শক্তিশালী। স্মার্টফোনের মাধ্যমে সবাই তাৎক্ষণিক খবর পেয়ে যায় অনলাইন মিডিয়ার মাধ্যমে। প্রিন্ট পত্রিকাগুলো পড়া এখন সময় সাপেক্ষ বিষয়। ঢাকা পোস্ট অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করেছে। আমি নিজেও ঢাকা পোস্ট পড়ি। তাদের নিউজগুলো অত্যন্ত বস্তুনিষ্ঠ হয়। আমি তাদের এই অগ্রযাত্রার ধারাবাহিক সফলতা কামনা করছি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তিন বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমের সভাপতিত্বে ও সাংবাদিক জাবেদ ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল খালিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীন। 

আলোচনা সভা শেষে কেক কেটে বর্ষপূতি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকা পোস্টের বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

শুভেচ্ছা বক্তব্য দেন সমকালের প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক মামুনুর রশীদ মহসীন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আব্দুর রব, যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ, শেখ বোরহান উদ্দিন সোসইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তরুণ ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমেদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি রিপন দে, দৈনিক বাংলার প্রতিনিধি সালাহউদ্দিন শুভ, যায়যায়দিনের প্রতিনিধি ফরহাদ হোসাইন ও সিলেট মিররের প্রতিনিধি আশরাফ আলী প্রমুখ। 

ওমর ফারুক নাঈম/আরএআর