গণতন্ত্র, উন্নয়ন ও মানবাধিকার চর্চায় কাজ করে ঢাকা পোস্ট। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা সভায় এ কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান রায়হানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। এ সময় পটুয়াখালী জেলার সম্মানিত সংবাদকর্মীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

বক্তারা আরও বলেন, দেশের যেকোনো মানবিক কাজে ও উন্নয়নমূলক প্রচারের জন্য ঢাকা পোস্ট সবার আগে এগিয়ে আসে। বিশেষ করে মানবিক কাজগুলো ঢাকা পোস্টের মাধ্যমে অনেক অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনে পরিবর্তন এসেছে।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ বলেন, দেশের শীর্ষ জনপ্রিয় পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে ধন্যবাদ জানাই। পটুয়াখালী জেলা প্রতিনিধি রায়হান একজন স্বেচ্ছাসেবী মানুষ। তিনি ইতোমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক সংবাদ প্রচারের মাধ্যমে ঢাকা পোস্টকে পটুয়াখালীর সব মানুষের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করিয়েছে।

জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী এর সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ঢাকা পোস্টের পটুয়াখালী জেলা প্রতিনিধি রায়হান জেলায় ভালো কাজের জন্য উদ্যোগী মানুষ হিসেবে পরিচিত। সঠিক সংবাদ প্রচারে কাজ করে যাওয়ায় ঢাকা পোস্টের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। 

সহকারি তথ্য ও কর্মকর্তা আশরাফুল ইসলাম তপন বলেন, গত বছর যখন ঢাকা পোস্টের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন আমার কর্মস্থল ছিল ঝালকাঠি তখন আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ঢাকা পোস্টের একটি নিউজ আমার কাছে অনেক ভালো লেগেছে, তখন আমি ঝালকাঠিতে চাকরি করি কৃষকদের ন্যায্য অধিকার নিয়ে তারা একটি নিউজ করেছে যা আমার কাছে এখনো স্মরণীয় হয়ে আছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি ও ঢাকা পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জন্য শুভকামনা জানাই।

প্রধান অতিথি পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ বলেন, সাংবাদিকরা একটি সমাজ ও মানুষকে বদলে দিতে। যেকোনো কাজে সাংবাদিকরা আমাদের বন্ধু হয়ে পাশে থাকেন। ঢাকা পোস্ট অনেক জনপ্রিয় একটি পোর্টাল। তারা অনেক মানবিক কাজ করে থাকে যা অন্যান্য নিউজ পোর্টালের চেয়ে খুব ভালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম আরো বেশি প্রান্তিক মানুষদের মাঝে ফুটিয়ে তুলতে ঢাকা পোস্ট পাশে আছে বলে মনে করি।

মাহমুদ হাসান রায়হান/আরকে