গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমাদের নতুন সময়ের ফজলে মমিন আকন্দ, যমুনা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু, আমাদের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল আলম শাফি মোড়ল, শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, দৈনিক সময়ের আলো প্রত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হক, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক কালবেলার শ্রীপুর প্রতিনিধি সুমন শেখ, সাংবাদিক আনোয়ার হাসান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক বুলবুল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র দুই বছরে ঢাকা পোস্ট পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে ঢাকা পোস্ট এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরও এগিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, ঢাকা পোস্ট অল্প সময়েই অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইন গণমাধ্যমে মুহূর্তের সংবাদ মুহূর্তেই পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা পোস্ট যেমন ভূমিকা রেখেছে তেমনি স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও সরকারের সহযাত্রী হিসেবে কাজ করবে।

বক্তারা ঢাকা পোস্টে প্রকাশিত বিভিন্ন মানবিক সংবাদের প্রশংসা করে বলেন, সমাজের অবহেলিত মানুষের কথা বলে ঢাকা পোস্ট। বিনা চিকিৎসায় ঘরে পড়ে থাকা, অর্থের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে না পারাসহ বিভিন্ন মানবিক কাজ সংবাদের মাধ্যমে করে থাকে। বক্তারা এ ধরনের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

কেক কাটা ও আলোচনা সভা শেষে একটি আনন্দ র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

শিহাব খান/এমজেইউ