স্বল্প সময়ে পাঠকের মন জয় করেছে ঢাকা পোস্ট
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আফজালুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি অধ্যাপক শেখ সেলিম।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, অল্প সময়ে কাজের মাধ্যমে শীর্ষে পৌঁছে গেছে ঢাকা পোস্ট। মাত্র ২ বছরে ঢাকা পোস্ট পাঠকের মন জয় করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক, শুভ কামনা রইল।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আলামিন বলেন, ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে। ঢাকা পোস্ট সবার আগে সব ধরনের তথ্য পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ঢাকা পোস্টের এই পথচলা অব্যাহত থাকুক, শুভ কামনা রইল।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু, কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, নাগরিক টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামান আকতার, স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আহসান আলম, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আব্দুল হাকিম, ইনসাফ টোয়েন্টিফোরের অ্যাসিস্ট্যান্ট নিউজরুম এডিটর মাওলানা সাইফুল ইসলাম, নারী উদ্যোক্তা নাজমিন শিলা, স্থানীয় আকাশ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার প্রিন্স সারাফাত প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সহ-সম্পাদক ইসলাম রাকিব।
আফজালুল হক/এমজেইউ