গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে সরকারের পতন ঘটানো হবে : দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে দেশ রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে, সে দেশের মানুষ না খেয়ে থাকতে পারে না। এ বছর পরিবর্তনের বছর। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে স্বৈরাচারী কর্তৃত্ববাদী এ সরকারের পতন ঘটানো হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল মোড়ের ব্রাহ্মসমাজ সড়কে পদযাত্রা কর্মসূচির শুরুতে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের আমলে যে ভোট হয় তাতে মানুষ ভোট দেয় না। রাতের আঁধারে ভোট হয়। ভোট দেয় কুকুর বিড়াল। আমাদের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে। এ আন্দোলনে বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফ কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিক একে কিবরিয়া স্বপন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ।
বিজ্ঞাপন
পদযাত্রাটি জনতা মুজিব সড়ক ধরে জনতা ব্যাংকের মোড় হয়ে থানা রোড হয়ে শাহ ফরিদ সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে পুলিশের নির্দেশে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে শেষ হয় পদযাত্রা।
পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামুসজ্জামান দুদু। নতুন ঘোষিত কর্মসূচি হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশের প্রতিটি জেলায় ১০ দফা দাবির সমর্থনে পদযাত্রা করা হবে।
জহির হোসেন/আরএআর