অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান

বগুড়ার দুটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে আট লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের চার তারকা হোটেল নাজ গার্ডেন ও বেলা আড়াইটার দিকে পাঁচ তারকা হোটেল মম ইনে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। 

অভিযানে উভয় হোটেলে বেশ কয়েকটি খাদ্যপণ্যের মেয়াদ না থাকায় ও রান্নাঘর অপরিষ্কার থাকায় প্রত্যেক হোটেলকে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা জরিমানা করা হয়। 

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা চিন্ময় প্রাং জানান, বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে সংরক্ষণ করা মাংস ও বোতলে তরল খাবার পাওয়া গেছে। যেগুলোর মেয়াদ ছিল না। খাদ্যপণ্যে মেয়াদ না থাকায় ও রান্নাঘর অপরিষ্কার থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, চার তারকা হোটেল নাজ গার্ডেনে মাংসসহ বেশ কিছু খাদ্যপণ্য মজুত রাখা হয়েছিল। অধিকাংশ খাদ্যপণ্যই মেয়াদোত্তীর্ণ। যা নিরাপদ খাদ্য আইনের পরিপন্থী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। নাজ গার্ডেনের মালিক শোকরানা নগদে জরিমানা পরিশোধ করেন। একই অভিযোগে বেলা আড়াইটার দিকে পাঁচ তারকা হোটেল মম ইনের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা আসলাম আলী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি কর্মকর্তা রাম প্রসাদ সাহাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন জনি/আরএআর