নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আবু সাদেক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই কৃষক কবিচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ মাদকাসক্ত যুবক পিন্টু মিয়াকে (২৫) আটক করেছে। পিন্টু একই গ্রামের আনন্দ মিয়ার ছেলে।

রাত ১১টার দিকে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত পিন্টু মিয়াকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের মৃতদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এ নিয়ে নিহত আবু সাদেকের ছোট ভাই আব্দুস সালামের স্ত্রী কুলসুম আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, আবু সাদেক দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ছবিলা গ্রামে বসবাস করে আসছিলেন। কিন্তু নেশাখোর পিন্টুর মা হাওয়া আক্তার প্রায় সময়ই তার ছেলেকে বুঝিয়ে ঔষধ খাওয়ানোর জন্য আবু সাদেককে তাদের বাড়িতে ডেকে আনতেন। কারণ পিন্টু তাকে সমীহ করত। 

তিনি বলেন, সোমবার বিকেলে পিন্টুর মা আবু সাদেককে তাদের বাড়িতে আসতে বললে রাতে তিনি আসেন। তবে এ সময় পিন্টু ঘরে ছিল না। পরে পিন্টুকে না পেয়ে তিনি বাড়ি ফেরার পথে জিন্নাহ মিয়ার বাড়ির পাশে রাস্তায় আগে থেকেই উৎ পেতে থাকা পিন্টু মিয়া হঠাৎ আবু সাদেককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

মো. জিয়াউর রহমান/ওএফ