সাভারে সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে প্রায় ৩ কোটি টাকা গরীব অসহায়দের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন আল-আমীন। অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমে সংবাদ প্রকাশ হওয়ার পর সেই প্রতারককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। 

এর আগে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমে ‘ইউপি সদস্যকে টাকা দিয়েও ঘর মেলেনি’ ও ‘দুই লাখ টাকা দিয়েও ঘর পেল না জোবেদা’ শিরোনামে পর পর দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এই চক্রের দুর্নীতির বিস্তারিত প্রকাশ করা হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে তার দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়।

প্রসঙ্গত, সাভারের কয়েকটি ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের মাধ্যমে বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদ (বিপিপিপি) সংস্থা খুলে এই দুর্নীতি ও প্রতারণা করেন। এই সংস্থার মহাপরিচালক হলেন আল আমীন। তিনি গত দুই মাস যাবত বিড ফেয়ার নাম পোশাক কারখানার প্রায় দুই শত শ্রমিককে বেতন ভাতা না দিয়ে পলাতক ছিলেন।

মাহিদুল মাহিদ/ওএফ