বেঁচে থাকাটাই দুর্ঘটনা, মরে যাওয়াটা স্বাভাবিক : শামীম ওসমান
‘আসলে বেঁচে থাকাটা একটা দুর্ঘটনা, মরে যাওয়াটাই স্বাভাবিক। লক্ষণতো ভালো না, খুব অল্প বয়সের ছেলে-মেয়েরা স্ট্রোক করে মারা যাচ্ছে। তাই সকলের মৃত্যুর কথা মনে করা উচিত। আপনাদের কাছে আমি দুই হাত জোড় করে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের সবার নমনীয় হয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া উচিত।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সংগঠক ও ভাষাসৈনিক প্রয়াত একেএম শামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া চেয়ে এভাবেই কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
বিজ্ঞাপন
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর চাষাঢ়া জামে মসজিদে পরিবারের পক্ষে শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়ন দোয়া মহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করেছে।
নারায়ণগঞ্জের উত্তর চাষারাস্থ রামবাবুর পুকুরপাড় এলাকায় মরহুমের নিজ বাড়ি হীরামহলে দিনব্যাপী পবিত্র কোরআন খানি শেষে বিশেষ দোয়া করা হয়। এ সময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র প্রয়াত নাসিম ওসমানের জন্যও দোয়া চেয়েছে তার পরিবার।
বিজ্ঞাপন
শামীম ওসমান তার বাবার দোয়া মাহফিলে আগত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আমাদের তিন ভাইকে আপনাদের গোলামী করার জন্য সংসদ সদস্য হিসেবে কবুল করেছেন। বড় ভাই নাসিম ওসমান না ফেরার দেশে চলে গেছেন। মেজো ভাই সেলিম ওসমানের সম্প্রতি দুটি বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে। উনি সাহসী মানুষ, এখনো অসুস্থতা নিয়েও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের মতো করে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমরা মানুষ, ফেরেশতা নই। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। রাজনীতি করি, রাজনৈতিক কারণে নানা সময় নানা বক্তব্য দিতে হয়। আমার ও আমার পরিবারের কারো কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন।
তিনি আরও বলেন, আমার আব্বা ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ ছিলেন বলেই উনার জন্য দোয়া চাইতে এখানে এতো মানুষ এক হয়েছেন। আমার দোয়া হয়তো কবুল হবে না, এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, হয়তো কারো না কারো দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন ও আমার বড় ভাই প্রয়াত নাসিম ওসমানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ক্ষমা করে জান্নাত নসিব করেন।
এ সময় সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবির শিকদার/আরএআর