সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের মান্নান খানের ছেলে। তার বাবা বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

জানা গেছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাসেল মিয়া নামে এক স্বর্ণের ব্যবসায়ী দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকা থেকে বাসে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় পৌঁছালে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মধুখালি থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দির সূত্র ধরে এ ঘটনায় জড়িত বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে দল থেকে বহিষ্কার করেছে।

মীর সামসুজ্জামান/এমজেইউ