দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে পিষে দিল বাস
দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিষে দিয়েছে বেপরোয়া বাস। এ ঘটনায় ঘাতক বাস ও চালক রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত বৃদ্ধা বিজয়পাশা গ্রামের মো. ইউসুফ ফকিরের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
লিয়াকত হোসেন লিংকন/ এমআইএইচ