স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি
রাজবাড়ীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।
বিজ্ঞাপন
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি উমা সেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার আল আমিন ফকির, মোস্তফা ফকির (পলাতক), আকাশ সরকার, ফজলুর রহমান, সুজন ও মো. বাবু বেপারী ওরফে কমান্ডার। এর মধ্যে মামলার ২ নম্বর আসামি মোস্তফা ফকির এখনও পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী উমা সেন জানান, ওই ছাত্রী ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষার ৩-৪মাস আগে মোবাইলের মাধ্যমে ড্রাইআইস ফ্যাক্টারি এলাকর মৃত ইউনুস খাঁর ছেলে সুজনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথে গঙ্গাপ্রসাদপুর ব্রিজের কাছে পৌঁছালে সুজন ও তার পাঁচ বন্ধু মিলে তাকে একটি পরিত্যক্ত মেসে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মীর শামসুজ্জামান/আরএআর