পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও মুক্তিযুদ্ধের বই নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে চালু করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের পাশের কক্ষে ফিতা কেটে এ কর্নারটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। 

এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস  উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

 কর্নারটির উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু

উদ্বোধন শেষে অতিথিদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটি ঘুরে দেখান পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। 

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখা গেছে, কর্নারটির পশ্চিম পাশে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। পূর্ব পাশের দেয়ালজুড়ে রয়েছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র। ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে দেওয়া প্রথম বাংলায় ভাষণের মুহূর্ত। এছাড়াও একপাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। প্রতিটি নিদর্শনের শৈল্পিক উপস্থাপনা ও নান্দনিকতা কর্নারটিকে ভিন্নমাত্রা দিয়েছে।

ওবায়দুল হক/আরএআর