বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আ.লীগের রেজাউল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রেজাউল করিম রেজা
পাবনার সুজানগর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। মঙ্গলবার ( ১৬ মার্চ) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী তাকে মেয়র ঘোষণা করেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির মেয়র প্রার্থী কামরুল হুদা কামাল বিশ্বাস তার মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য সোমবার (১৫ মার্চ) দুপুরে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। ফলে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় রেজাউল করিম রেজাকে মেয়র ঘোষণা করা হলো।
বিজ্ঞাপন
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ঢাকা পোস্টকে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে অন্য দলের কোনো মেয়র প্রার্থী না থাকায় রেজাউল করিম রেজাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হয়েছে। এখন শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন হবে।
এর আগে সুজানগর পৌরসভার সীমানা জটিলতায় দুই দফা নির্বাচন স্থগিত হওয়ার পর পুনরায় নতুন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন হাইকোর্ট। আগামী ৩১ মার্চ সুজানগর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রাকিব হাসনাত/আরএআর