সাতক্ষীরায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যা
সাতক্ষীরা সদর হাসপাতাল
সাতক্ষীরায় মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সাতক্ষীরা সদরের শ্রীরামপুর তেঁতুলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ খান (৬০) সদর উপজেলার ভোমরা শ্রীরামপুর গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে।
বিজ্ঞাপন
আব্দুল ওয়াদুদ খানের স্ত্রী শাহানাজ বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে মোবাইলে কেউ তাকে ডাকলে তিনি বাড়ি থেকে চলে যান। পরে আর রাতে বাসায় ফেরেনি। সোমবার সকাল ৭টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভোমরা-আশু মার্কেট সড়কের পাশে শ্রীরামপুর তেঁতুলতলা নামক স্থানে ওয়াদুদ খানের লাশ দেখতে যান তিনি।
এ সময় ওই স্থানে স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেলটি পড়ে থাকতে দেখেন তিনি। তবে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, ওয়াদুদ খানের ধান ও হলুদ ভাঙানো মিল ছিল। সম্প্রতি তিনি ঋণের চক্রে জড়িয়ে পড়েছিলেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মৃত ওয়াদুদ খানের বুকে ও গলার নিচে জখমের দাগ রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আকরামুল ইসলাম/এমএসআর