বান্দরবানে যুবদলের কমিটি বিলুপ্ত
বান্দরবান জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্ত জানানো হয়।
যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বান্দরবান জেলা কমিটি বিলুপ্ত করেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় দলকে আহ্বায়ক কমিটির খসড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, বান্দরবানের যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার ঘোষণার সংবাদে জেলার নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে শিমুল দাশের সংগঠন বিরোধী ষড়যন্ত্রের একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ার কয়েকদিনের মধ্যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিজ্ঞাপন
রিজভী রাহাত/এসপি