স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণ নিয়ে তদন্ত করছে। অধিকতর তদন্তের পর জানা যাবে সিদ্দিকবাজারের বিস্ফোরণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি গ্যাস থেকে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঐতিহাসিক ফুটবল ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। এর আগে তিনি ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট থানার নতুন ভবন উদ্বোধন করেন। 

জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহত্তর ফরিদপুরের মানুষ সবই আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগ নিয়ে বলার মতো কিছু নেই। তিনটি থানা ভবন উদ্বোধন করতে গিয়ে দেখেছি লোকে লোকারণ্য। আগামী নির্বাচনে এসব জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। তার পরিবার আবার আবেদন করেছে। আবেদনপত্রটি আইন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর নিকট যাবে। তারপর বলা যাবে আবেদন গ্রহণ করা হবে কিনা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ আলোকিত। জনগণ নিরাপদে আছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

জনসভায় সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিকদার। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাহজাহান।

আরএআর