সিন্ডিকেটের মাধ্যমে তামাক বিক্রি করতে বাধ্য হচ্ছে চাষিরা
বিদেশি কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছে লালমনিরহাটের তামাক চাষিরা। তাদের সিন্ডিকেটের মাধ্যমে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তামাক চাষিদের। এ কারণে জেলার তামাকের বাজারে নেই কোনো প্রতিযোগিতা। নিয়ম অনুযায়ী দেশি-বিদেশি তামাক কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে লালমনিরহাটে মানববন্ধন করেছে কৃষক ও খুচরা তামাক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে দেশীয় তামাক চাষি কল্যাণ সমিতির আয়োজনে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়ে তামাকের বাজারে ভারসাম্য রক্ষা নিশ্চিতের দাবি জানিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে কৃষক ও ব্যবসায়ীরা বলেন, দশ বছর আগে বাজারে ২০/২৫টি তামাক কোম্পানি তামাক ক্রয় করতো। তখন আমরা দাম দর করে বেশি দামে তামাক বিক্রি করতে পারতাম। কিন্তু এখন দুই তিনটি বিদেশি কোম্পানির হাতে জিম্মি হয়ে পড়েছি। তাদের সিন্ডিকেট করে বেধে দেওয়া দামে তামাক বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। কোনো প্রতিযোগিতা নেই।
২০১৮-১৯ অর্থবছরে সংসদে পাশকৃত বিলে আলাদা নীতিমালা করে দেশীয় দেউলিয়া কোম্পানিগুলোকে পুনরায় উৎপাদনে ও ব্যবসায় ফিরে আসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে প্রতি বছর ৪০-৫০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়কৃত খাতটি নির্দিষ্ট ২/৩টি কোম্পানির কাছে ছেড়ে না দেওয়ার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
দেশীয় তামাক চাষি কল্যাণ সমিতির আহ্বায়ক মো. অহদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম আহ্বায়ক মো. তহিদুল ইসলাম, মো. বেলাল হোসেন, সদস্য আব্দুল খালেক মিয়া, সদস্য রতন কুমার রায়, সদস্য অর্জুন চন্দ্র, কৃষক শাহআলম, কৃষক জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শত শত তামাক চাষি ও খুচরা তামাক ব্যবসায়ীরা অংশ নেন।
নিয়াজ আহমেদ সিপন/এমএএস