লবণভর্তি ট্রাকে মিলল ৫৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জে ৫৭ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (১০ মার্চ) সকালে সদর পৌরসভার হরিপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালায় ডিএনসি জেলা কার্যালয়ের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহানবান্ধা পুকুরিয়ার মৃত তোহরুল ইসলামের ছেলে ট্রাক চালক মো. জসিম উদ্দিন (২৪), শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার মো. আব্দুল করিম (২৫) ও শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আফসার আলীর ছেলে মো. বকুল (৩৫)।
বিজ্ঞাপন
ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে লবণভর্তি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন লোক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে বলে জানা যায়। পরে ডিএনসি জেলা কার্যালয়ের একটি টিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পার্শ্বে ভোর ৫টার দিকে অবস্থান নেয়।
তিনি আরও জানান, ভোর ৫টা ২০ মিনিটে ট্রাকটি সেখানে আসলে থামানোর সময় চালকের পাশে থাকা একজন লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকটিতে তল্লাশি করে ৫৭ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক মো. জসিম উদ্দিন, হেলপার মো. আব্দুল করিম ও মো. বকুলকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে গাঁজাবাহী ট্রাকটিও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এদিকে গ্রেপ্তারকৃত তিনজন ও পলাতক একজনসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম/টিএম