বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রা

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এরপর শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী।

এছাড়াও দুপুরে দিবসটি উপলক্ষে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে সিটি করপোরেশন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন এবং ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন ক্যাটিগরিতে পুরস্কৃত করা হয়।

এদিকে বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। শোভাযাত্রার নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহসভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

শোভাযাত্রাটি নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী।

উবায়দুল হক/এমএসআর