বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাদের এ জরিমানা করা হয়। 

এর আগে ঢাকার উদ্দেশে সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি। 

জানা যায়, পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার ট্রেন যাত্রীদের টিকিট চেক করেন। তিনি ট্রেনের প্রতিটি বগি ঘুরে টিকিট যাচাই করেন। এসময় যে যাত্রীদের টিকিট নেই তাদের জরিমানার আওতায় আনেন। 

জিএম অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, টিকিট ছাড়া কেউ রেল ভ্রমণ করতে পারবে না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। আজ বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে নয় হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেডএস