পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি
পাটুরিয়ায় পদ্মা নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সোমবার (৭ ডিসেম্বর) রাত ১২ টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন।
বিজ্ঞাপন
তিনি মুঠোফোনে বলেন, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। যার কারণে ফেরির সামনে কিছুই দেখা যায় না। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।
তবে পাটুরিয়াঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, পরিবহন বাস মিলে একশ যানবাহন আটকে আছে। ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে।
এসআর
বিজ্ঞাপন