আহত ছাত্রলীগ নেতা রোকন

কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনার দুইদিন পার না হতেই রংপুরে ছাত্রলীগের আরেক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) রাতে রংপুর জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রোকনুজ্জামান রোকনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রোকনুজ্জামান রোকন রংপুর নগরের দর্শনা এলাকার বাসিন্দা। তিনি কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।   

আহত রোকনুজ্জামান রোকন জানান, বুধবার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে অপরিচিত চারজন যুবক তাকে অনুসরণ করছিল। পরে রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় দলীয় কর্মী পারভেজকে সঙ্গে নিয়ে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় একটি দোকানে চা খেতে ঢোকেন। সেখান থেকে তাকে বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার শিকার হন পারভেজও। 

রোকন বলেন, আমার পিঠে ছুরি দিয়ে দুটি টান দিয়েছে। যখন আমি ধাক্কা দেই তখন আমার সামনেও আঘাত করে হামলাকারীরা। চেষ্টা করেছি তাদের আটকের কিন্তু পারিনি। হামলাকারী ছয়জন ছিল। তারা আমার অপরিচিত, সবার মুখে মাস্ক ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ আমাকে টার্গেট করে এ হামলা চালিয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দেননি রোকন। তবে হাসপাতাল থেকে ফিরে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি জানান।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ কুড়িগ্রামের রাজারহাটে দুর্বৃত্তদের হামলায় ডান হাত বিচ্ছিন্ন হয় মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান মিন্টুর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে। বর্তমানে মিন্টু সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর