আগামী সপ্তাহ থেকে বরিশালে শুরু হচ্ছে অ্যান্টিজেন র‌্যাপিড কিটের মাধ্যমে করোনা পরীক্ষা। এতে সর্বোচ্চ ১০ মিনিটে পাওয়া যাবে করোনার ফলাফল।

অ্যান্টিজেন র‌্যাপিড কিটের মাধ্যমে রক্ত পরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেন র‌্যাপিড কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা হবে। এতে করে আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার চাপ কমবে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার বরিশাল বিভাগে ২০ হাজার অ্যান্টিজেন র‌্যাপিড কিট এসেছে। আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে।

বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনা পরীক্ষায় এই কিটের ব্যবহার খুবই সহজ। কিটের সহায়তায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

এর আগেও করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন্ট র‌্যাপিড কিট বরিশালে পাঠানো হয়েছিল। তখন ঢাকা থেকে সরাসরি জেলার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। তবে এবার ২০ হাজার কিট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মাধ্যমে দেওয়া হয়েছে।

ডা. বাসুদেব কুমার বলেন, কিটগুলো হাতে পাওয়ার পরই বিভাগের ছয় জেলার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সিভিল সার্জনরা কিটগুলো ব্যবহারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোতে পাঠাবেন।

বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মারা গেছেন ২০৬ জন। আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৩২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৯৮ জন।

মেহেদী হাসান/এএম/এনএ