ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু

তৃতীয় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তবে এই মামলার দ্বিতীয় আসামি মশিউর রহমান শিমুর বাবা সৈয়দ আখতারুজ্জামানকে (৬০) জামিন দিয়েছেন আদালত। শিমু কলাপাড়া উপজেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘ দিন ধরে তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছেন। এতে তার স্ত্রী কোনো উপায় না পেয়ে গত ১৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 

এর আগে শাহ আলম নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় জেল খেটেছেন মশিউর রহমান শিমু।

কাজী সাঈদ/আরএআর