চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে পাওয়ার টিলারের ধাক্কায় আলামিন হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) সকালে উপজেলার উথলী ফার্মগেটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন ফার্মগেটপাড়ার ডালিম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে আলামিন ছিল ছোট।

পরিবারের সদস্যরা জানান, শিশু আলামিনের বাবা অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন। এদের সঙ্গে শিশু আলামিনও ছিল। এ সময় ভুট্টার খড়ি বোঝাই একটি পাওয়ার টিলারের ধাক্কায় শিশু আলামিন গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা আলামিনকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে যশোর রেফার্ড করেন। সেখানে থেকে যশোরে নেওয়ার পথে ঝিনাইদহের মহেশপুর এলাকায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঢাকা পোস্টকে বলেন, পাওয়ার টিলারের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর জেনেছি। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

আফজালুল হক/আরএআর