জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ও তার লোকজনের বিরুদ্ধে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়রের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করেন। এ সময় বিক্ষুব্ধরা মেয়রের কুশপুতুল দাহ করেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীর বাবা আব্দুর রশিদ, বোন রিক্তা বেগম, প্রতিবেশী মো.সাজু মিয়া,  সুমন মিয়া প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনীকে মেয়রের বাড়ির পাশে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। পরে তাকে পুনরায় ইটভাটায় নিয়ে নির্যাতন করে ন্যাড়া করে দেন পৌর মেয়র ও তার লোকজন। এ সময় নূর হোসেন আবাহনীর ভ্রু ফেলে দেন তারা। আমরা ভূমিদস্যু পৌর মেয়রকে আর দেখতে চাই না। তার বিচার চাই। 

মানববন্ধনে উপস্থিত সকলেই মেয়রের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে কয়েকজন জেলা প্রশাসকের কাছে স্মরক প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মরকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল। 

আরএআর