সাবেক স্বামীর ছুরিকাঘাতে শিক্ষিকা জখম
অভিযুক্ত আতিক
ঝালকাঠিতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গুরুতর জখম হয়েছেন। আহত রুনা বেগম শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ শিক্ষিকার সাবেক স্বামী আতিকুর রহমানকে আটক করেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও শিক্ষিকার সহকর্মীরা জানান, সকালে স্কুলে আসার পথে রুনা বেগমের সাবেক স্বামী আতিক তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে গলা, পেট ও বুকে আঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ছয় মাস আগে শিক্ষিকা রুনা বেগমের সঙ্গে আতিকুর রহমানের বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে ঘটনার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে আতিক পাশে থাকা পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঝালকাঠির শিক্ষক সমাজ আতিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, আটক আতিককে হেফাজতে রাখা হয়েছে। শিক্ষিকার পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরকে