খাগড়াছড়ির সদরে ট্রাফিক পুলিশের সহকারী পরিদর্শক (টিএসআই) হেলাল উদ্দিনের বিরুদ্ধে গাড়ি আটক করে মামলা না দিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় এমন অভিযোগ করেন আলাউদ্দিন নামে এক ভুক্তভোগী। 

স্থানীয়রা জানান, সকাল থেকে এখানে বসে গাড়ি আটক করে টাকা আদায় করছে ট্রাফিক পুলিশ। কেউ টাকা না দিলে মামলা দিয়ে চাবি নিয়ে যায়। 

ভুক্তভোগী আলাউদ্দিন জানান, আমি মোটরসাইকেল ভাড়ায় চালাই। ভাড়া নিয়ে খাগড়াছড়ি আসার পর শাপলাচত্বর ঘোরার সময় আমাকে আটক করে। সমন্বয় করার জন্য ৫ মিনিট সময় দেয়। তারপর আমার কাছে ৫০০ টাকা চায়। আমি টাকা দিতে না পারায় আমার মোটরসাইকেলের চাবি নিয়ে চলে যায়। গাড়ি শাপলা চত্বরে ফেলে চাবি নিয়ে চলে গেছে।

আরেক ভুক্তভোগী রমজান আলী বলেন, আমি শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় আমাকে আটক করে। আমি কাগজ দেখানোর পর বলে এগুলো দিয়ে হবে না। টাকা দিতে হবে। আমি টাকা না দেওয়ায় আমাকে মামলা দিয়ে গাড়ি আটক করে রেখেছে।

গাড়ি ধরে টাকা চাওয়ার বিষয়ে সাবেক পৌর মেয়র রফিকুল আলম বলেন, রাষ্টীয় কর্মকর্তা-কর্মচারীদের কাজ হচ্ছে জনগণের সেবা দেওয়া। নিরাপত্তা ও আইনশৃঙ্খলাসহ সবকিছুতে সহযোগিতা করবে। কিন্তু নিরাপত্তার নাম দিয়ে গাড়ি ধরে যে চাঁদাবাজি চলছে তা হতে দেওয়া যাবে না। খাগড়াছড়ির মানুষ এটা নিয়ে প্রতিবাদ করবে।

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর ট্রাফিক পরিদর্শক সুপ্রিয় দেব বলেন, গাড়ি আটক করে মামলা না দিয়ে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাস্থল থেকে গাড়ি না নিয়ে মামলা ছাড়া চাবি নিয়ে যাওয়ারও নিয়ম নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।

জাফর সবুজ/আরকে