স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মসিকের উদ্যোগে ৪০০ শিশুর মাঝে পোশাক বিতরণ

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে নেতৃত্ব দেবে। শ্রম আর স্বপ্ন দিয়ে যে সন্তানদের আমরা বড় করছি, তারা যেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে; সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ও যারা এ দেশের জন্য কাজ করেছেন তাদের আদর্শ শিশুদের মাঝে তুলে ধরতে হবে। দেশের সঠিক ইতিহাস জানানোর পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ তাদের ভেতরে প্রতিষ্ঠা করতে হবে। যাতে প্রতিটি সন্তান দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে পারে।

শনিবার (২০ মার্চ) দুপুরে  দুপুরে নগরীর টাউনহল প্রাঙ্গণে প্রান্তিক পর্যায়ের শিশুদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিটি মেয়র।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মসিকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর ৪০০ শিশুর মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র- ৩ শামীমা আক্তার, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ।

উবায়দুল হক/এমএসআর