আমরা বাজারের দিকে নিয়মিত দৃষ্টি রাখছি : মেয়র টিটু
ময়মনসিংহে চলমান রমজান ও আসন্ন ঈদে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের নিয়ে বাজার মনিটরিং করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নতুন বাজারে পরিদর্শনে যান সিটি মেয়র।
এ সময় তিনি বাজারের দোকানগুলোর পণ্য বিশেষ করে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ছোলা, চিনি, ডিম, তেল, সবজি, মুরগি ইত্যাদির মূল্য বেশি রাখা হচ্ছে কি না এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কি না তা যাচাই করেন। এছাড়া ভোক্তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেন।
বিজ্ঞাপন
মেয়র ইকরামুল হক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মূল্য রাখা প্রতিরোধে জেলা প্রশাসন, পুলিশ, চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
বাজার মনিটরিং শেষে তিনি আরও বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল দেখা গেছে। কিছু জায়গায় অতিরিক্ত মূল্য দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে। আমরা বাজারের দিকে নিয়মিত দৃষ্টি রাখছি। কেউ ক্রেতাদের ভোগান্তির কারণ ঘটালে এবং কারসাজি করে দ্রব্যমূল্য বেশি রাখলে তা কঠোরভাবে দমন করা হবে।
এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম, মসিক সচিব মো. আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, সহকারী কমিশনার মো. এরফানুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
উবায়দুল হক/এমজেইউ