সুনামগঞ্জ জেলা যুবলীগের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন ওয়ার্ড যুবলীগের সভাপতি নয় বলে দাবি করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।

শনিবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ দাবি করেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।  

স্বাধীনকে যুবলীগ নেতা উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে খায়রুল হুদা চপল বলেন, স্বাধীন যুবলীগের সাংগঠনিক ইউনিটের সঙ্গে জড়িত নয়। ২০০৭ সালের পর থেকে দিরাই-শাল্লা উপজেলায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই। শাল্লায় হামলা ও লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

উল্লেখ্য, গত ১৭ মার্চ শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম একটি মামলা করেন। মামলায় দিরাইয়ের সরমঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে প্রধান আসামি করা হয়। স্বাধীন নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। 

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সাইদুর রহমান আসাদ/আরএআর/এমএমজে