শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
শরীয়তপুরে নলকূপ স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার মাকসাহার গ্রামের একটি বাড়িতে নলকূপ স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিক সরদার (২৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন। রফিক সরদার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউপির মোবারক সরদারের ছেলে। এ ঘটনায় আহত ইমাম হোসেন অপু (২৫) ও হৃদয় খন্দকার শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। মাকসাহার গ্রামে ঐ কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠানের ৭ জন শ্রমিক দুপুরে নলকূপ স্থাপন শুরু করে। বিকেল ৫টার দিকে লোহার পাইপ দিয়ে বোরিং করার সময় একটি লোহার পাইপ বসাতে গেলে পাইপটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে। এতে ৩ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হোন।
বিজ্ঞাপন
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ