মনি ফ্যাশনের ঝুটের গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুর এলাকার একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কাশিমপুর এলাকার মনি ফ্যাশনের ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই ফায়ার সার্ভিস কর্মকর্তা। 

শিহাব খান/আরএআর