নরসিংদীতে ২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
নরসিংদীতে দুই হাজার হতদরিদ্র, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলার রায়পুরা উপজেলার মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার বলেন, রায়পুরা আমার জন্মভূমি। এখান থেকে কী পেলাম আর কী পেলাম না সেটা মুখ্য বিষয় নয়। রায়পুরার মানুষের জন্য সারাজীবন কাজ করে যেতে চাই।
বিজ্ঞাপন
তিনি আরও আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আমি এ বস্ত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৮ হাজার গরিব ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। শুধু বস্ত্রই নয় আপনাদের সকল সুবিধা-অসুবিধা আমাকে ও আমার কর্মীদের জানাবেন। কথা দিচ্ছি সকল ক্ষেত্রে আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন রিয়াদ আহমেদ সরকার।
বিজ্ঞাপন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও সাবেক কমিশনার আসাদুজ্জামান টিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এমজেইউ