মেয়র আরিফের বাসায় আগুন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়ায় মেয়রের বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেয়রের বাসার একটি বেডরুম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বেশ কিছু কাপড়জাত বস্তু ছিল। আল্লহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু আসবাবপত্র, কাপড়চোপড়, এসি ও কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে।
বিজ্ঞাপন
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো বেলাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়র আরিফুল হকের বাসার ভেতরের একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মেয়রের বাসভবন।
বিজ্ঞাপন
মাসুদ আহমদ রনি/আরএআর