শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) আটা উদ্ধার করে জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মোফাজ্জল খান নামে একজনকে জরিমানা ও ইয়াকুব পাহাড় নামে একজনের ওমএসএসের ডিলারশিপ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উত্তর বালুচরা পুরান হাসপাতাল এলাকায় লিটন সরদারের বাড়ির ভাড়াটিয়া মোফাজ্জল খানের ঘর থেকে ৫০ কেজি ওজনের ৫ বস্তা আটা উদ্ধার করে। ওএমএসের ডিলার মো. ইয়াকুব পাহাড়ের কাছ থেকে ৩-৪ দিন আগে মোফাজ্জল এসব আটা কিনেছিলেন। 

ডিলার মো. ইয়াকুব পাহাড় ঢাকা পোস্টকে বলেন, আমাকে ইউএনও স্যার আজ বিক্রি বন্ধ রাখতে বলেছেন। ডিলারশিপ স্থগিতের সংবাদটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। মোফাজ্জল খান দুই নম্বরি ব্যবসা করে। আমার ডিলার থেকে সে কোনো আটা বা চাল নেয়নি। আমাকে ফাঁসানোর জন্য সে মিথ্যা কথা বলছে।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ঢাকা পোস্টকে বলেন, মোফাজ্জল খান ঘটনাস্থলে না থাকায় আটক করা সম্ভব হয়নি। ওএমএসের আটা অবৈধভাবে ক্রয় এবং মজুতের অপরাধে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মোফাজ্জল মুঠোফোনে জানিয়েছেন ওএমএস ডিলার ইয়াকুব পাহাড়ের কাছ থেকে আটা কিনেছেন তিনি। অভিযানে ইয়াকুব পাহাড়ের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এনএফ