রাসিক নির্বাচনে ৩ আ.লীগ নেতার মনোনয়নপত্র দাখিল
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন তারা।
বিজ্ঞাপন
মনোনয়ন প্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম বলেন, কিছুদিন আগে সভানেত্রী শেখ হাসিনা রাজশাহীতে এসেছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেছিলাম। সেই সময় থেকে আমাদের গোছানো রয়েছে। এছাড়া মহানগর আওয়ামী লীগ তো আগে থেকেই গোছানো রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দেবেন, আমরা তার পক্ষে কাজ করব।
বিজ্ঞাপন
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আজ দুপুরে নমিনেশন তুলে জমা দিয়েছি। আমার সঙ্গে কিছু আওয়ামী লীগের নেতারা ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় একটা দল। তবে দলের নীতিনির্ধারক বোর্ড আছে। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটি আমরা মেনে নেব। একই সঙ্গে যার হাতে নৌকা তুলে দেবেন আমরা নৌকার হয়ে কাজ করব।
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আওয়ামী লীগ অনেক বড় একটা দল। যে কেউ মনোনয়ন তুলতে পারে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা দেবেন আমরা তার হয়ে কাজ করব।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল দেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।
শাহিনুল আশিক/এমএ