মওদুদ আহমদের শোকসভার অনুমতি মেলেনি
আবদুল কাদের মির্জার ডাকা মওদুদ আহমদের শোকসভার অনুমতি মেলেনি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা নাগরিক শোকসভার অনুমতি দেয়নি প্রশাসন।
রোববার (২১ মার্চ) বিকেলে বসুরহাট পৌরসভার মিলনায়তনে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
বিজ্ঞাপন
এ বিষয়ে আবদুল কাদের মির্জা মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি আমাকে বলেছেন, “সমাবেশ করতে পারবেন না।” এটা নাকি রাজনৈতিক সমাবেশ। আমি শনিবার (২০ মার্চ) সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল করেছি। প্রশাসন বন্ধ করে নাই। আজকেরটা কেন বন্ধ করল?’
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশে আজকের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। পৌরসভার গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
মওদুদ আহমদের মৃত্যুতে নাগরিক শোকসভা ও মিলাদ মাহফিলের অনুমতি না দেওয়ায় মেয়র আবদুল কাদের মির্জা দুপুর ২টার দিকে ফেসবুক লাইভে আসেন। কিছুক্ষণ পর ফেসবুকে লাইভের ভিডিওটি আর পাওয়া যায়নি।
ফেসবুক লাইভে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি জেলকে ভয় পাই না। যখন মুজিব কলেজের ভিপি ছিলাম তখন অনেক জেল খেটেছি। জেলের ভয় দেখিয়ে আমার সত্যবচন বন্ধ করা যাবে না। আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাব।’
হাসিব আল আমিন/এমএসআর/এমএমজে