শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে : বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনার দক্ষ পরিচালনা ও নেতৃত্বে অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ থাকলে কোনো দিনও দেউলিয়া হবে না।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে মাদারীপুরে আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উদ্যোগে পাকদী জুলিও কুরি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বাহাউদ্দিন নাছিম বলেন, করোনা প্রাদুর্ভাবের পর বিশ্ব অর্থনীতিতে সংকট দেখা দিয়েছে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানসহ আরও অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে। কিন্তু বাংলাদেশ দেউলিয়া হওয়া দূরের কথা আরও উন্নয়ন হচ্ছে। আজ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রা চলমান রয়েছে। এই উন্নয়নকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় আমাদের ভোট দিতে হবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ততদিন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবেন।
আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের উপদেষ্টা ফজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
বিজ্ঞাপন
রাকিব হাসান/ওএফ