উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে মঙ্গলবার সকাল থেকেই ঘরমুখো মানুষের ও যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে রাতের মহাসড়ক। সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার রাতের মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সার্জেন্ট আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। এছাড়াও কোনো পরিবহন যেন এলোমেলো ঢুকে যানজটের সৃষ্টি না করতে পারে সেদিকে খুব খেয়াল রাখা হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঢাকা পোস্টকে বলেন, দিনের চেয়ে এখন মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে।১২০ তবে কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো কোনো অবস্থা তৈরি হয়নি। এ ছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকেই মহাসড়কে যানবাহন বাড়ছে। সন্ধ্যার দিক থেকে সেটি আরও বেড়েছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনও যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা অনেকটাই নির্বিঘ্ন হবে। এ ছাড়াও যানবাহন ও ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে ও সার্বিক নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। 

প্রসঙ্গত, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আজ ভোর ৬টা থেকে প্রায় ৮০০পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের ৪৫ কিমি মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত হয়েছে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে থানা পুলিশ।

শুভ কুমার ঘোষ/ওএফ