ওমরকে আর ভিক্ষা করতে হবে না
জন্মের সময় মাকে হারানো ওমর ফারুক (২৪) অন্য আট-দশজনের মতোই স্বাভাবিক জীবনযাপন করতেন। হঠাৎ অজানা কারণে দুই পা অবশ হয়ে প্যারালাইজড হয়ে যায়। ৫ম শ্রেণিতেই বন্ধ হয়ে যায় পড়ালেখা। বাবা দ্বিতীয় বিয়ে করে অন্য জায়গায় চলে গেলে দাদা আবুল কাশেম মানুষের সাহায্য নিয়ে চিকিৎসা চালাতেন। অভাবের কারণে প্রতিবন্ধী ওমর ফারুক বেছে নেন ভিক্ষাবৃত্তি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে দোকান ঘর দিয়ে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্ত করলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। ওমর ফারুককে এক লাখ টাকার মালামাল কিনে দেন তিনি।
বিজ্ঞাপন
২০১৪ সাল থেকে শারীরিক প্রতিবন্ধী ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানীজীবনপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির আবুল খায়ের ও মৃত হাসিনা বেগম দম্পতির সন্তান।
ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, আমি স্কুলে নিয়মিত যাতায়াত করতাম। অসুস্থ হওয়ার পর থেকে আমার জীবন দুর্বিষহ হয়ে পড়ে। কিন্তু এখন একটা দোকানঘর পেয়েছি। আমার কষ্ট লাঘব হবে। জেলা প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
বিজ্ঞাপন
ওমর ফারুকের দাদা আবুল কাশেম ঢাকা পোস্টকে বলেন, জন্মের সময় তার মা মারা গেছে। তার বাবা থেকেও নেই। আমি অনেক কষ্ট করে মানুষের কাছে হাত পেতে তার ওষুধ আর চিকিৎসার খরচ চালাচ্ছি। সরকার একটা দোকান দিসে এবং এক লাখ টাকার মালামাল দিয়েছে। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে অসহায় মানুষ রয়েছে, যাদের খবর আমরা পাই না। খবর পেলেই আমরা সেসব মানুষের পাশে দাঁড়াই। একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা জানতে পারি ওমর ফারুক প্রতিবন্ধী এবং তার মা নেই। তারপর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তার জন্য দোকানঘরের ব্যবস্থা করি এবং এক লাখ টাকায় মালামাল ক্রয় করে দোকান সাজিয়ে দেই।
তিনি বলেন, দোকানের মাধ্যমে তার সচ্ছলতা ফিরে আসবে। তাকে আর ভিক্ষা করতে হবে না। আমরা সবাই যদি এমন অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন একটি উন্নত বাংলাদেশ এবং একটি মানুষও গৃহহীন, আশ্রয়হীন ও কর্মসংস্থান বিহীন থাকবে না, সেই স্বপ্ন পূরণ হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লা, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম হৃদয়, মুস্কান তন্নী প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর