ভাড়া বেশি, গাড়ি নেই সড়কে
শেকড়ের টানে গ্রামে ফিরতে শুরু করেছে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। ছুটির আগেই বেশি ভাড়া থেকে বাঁচতে আগেই ছুটছেন বাড়ির পানে। তবে সড়কে নেই দূরপাল্লার বাস, দুই একটি যা আছে তাতেও বাড়ানো হয়েছে ভাড়া।
কাজের তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। অনেকেই কাজ করেন পোশাক কারখানায়, কেউ দিনমজুর কেউবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ছুটি না হলেও তারা বাড়ি ফিরতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ডে এমন মানুষের ভিড় দেখা যায়। সড়কে গাড়ি নেই, ভাড়াও বেশি বলে দাবি করেছেন তারা।
দিনমজুর আলিম বলেন, আমরা দৈনিক মজুরিতে কাজ করি। একসাথে ১৫/২০ জন কাজ করি। ঈদের দুয়েক দিন আগে গেলে গাড়ি ভাড়া বেশি থাকে। তাই আগেভাগেই রওনা হয়েছি। কিন্তু সড়কে গাড়ির সংখ্যা খুবই কম। যে দুই একটি পাচ্ছি তাতে ভাড়াও বেশি। আমিনবাজার থেকে সিরাজগঞ্জের ভাড়া চাচ্ছে ৬০০ টাকা। যা আগের তুলনায় প্রায় ২৫০ টাকা বেশি।
বিজ্ঞাপন
গাড়ির অপেক্ষায় বসে থাকা দিনমজুর আজিজুল বলেন, আমরা দীর্ঘ সময় ধরে গাড়ির অপেক্ষা করছি। কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। দুই একটি গাড়ি দেখা যায়, সিগনাল দিলে তারা থামছে না। বাধ্য হয়ে ট্রাকেই উঠেছি। যে কারণে আগে বের হয়েছি সেই সমস্যাতেই পড়তে হচ্ছে।
এ ব্যাপারে ট্রাকচালক সাইফুল বলেন, সড়কে গাড়ি কম। যাত্রীরা গাড়ি পাচ্ছেন না। তারা জোর করেই ট্রাকে উঠে পড়েন। আমি তাদের নিতে চাইনি। অসহায়ের মতো সড়কের পাশে বসে থাকতে দেখে আমার খারাপ লেগেছে। তাই তাদের গাড়িতে নিয়েছি।
এ ব্যাপারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বলেন, সড়কে পর্যাপ্ত পুলিশ রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ঢাকা জেলা পুলিশসহ ট্রাফিক পুলিশ। যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এছাড়া যানজট নিরসন ও ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।
মাহিদুল মাহিদ/ওএফ