মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই
ভুক্তভোগী নূর হোসেনের সঙ্গে কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
শেরপুরে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ মার্চ) দুপুর ৫ সদস্যের ছিনতাইকারী দল শেরপুর পৌরসভাধীন মধ্যশেরী মহল্লায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এ ছিনতাই করে।
এরপর ব্যবসায়ী নূর হোসেনের (৬০) চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে প্রকাশ্যে ৩৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যান ছিনতাইকারীরা। নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আ. ছামাদের ছেলে।
বিজ্ঞাপন
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলচালক লিটন (২৮) ও আহত নূর হোসেনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
ইজারাদার নূর হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘শেরপুর সড়ক বিভাগ (সওজ) কর্তৃক ব্রহ্মপুত্র সেতুটি কয়েকজন ব্যবসায়ী ইজারা নেই। রোববার দুপুরে আমি সড়ক বিভাগে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে জেলা শহরে ন্যাশনাল ব্যাংক শাখায় জমা দেওয়া জন্য বের হয়।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘ভাতিজা মোটরসাইকেলচালক লিটনকে (২৮) সঙ্গে নিয়ে জেলা শহরের মধ্যশেরী মহল্লায় পৌঁছামাত্র ওৎ পেতে থাকা ৫ সদস্যের ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় ভাতিজা লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে ছিনতাইকারীরা।’
ভুক্তভোগী নূর হোসেন বলেন, ‘পরে ছিনতাইকারীরা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে ৪ ছিনতাইকারী পালিয়ে যায়।’
এ ব্যাপারে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
জাহিদুল খান সৌরভ/এমএসআর