গাইবান্ধা সদর হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে ফাতেমা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকাটির সঙ্গে অপর একটি নৌকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুঠিপাড়া থেকে একটি বরযাত্রীবাহী নৌকা কামারজানি ইউনিয়নের বাদিয়ারা যাচ্ছিল। এ সময় নৌকাটি কামারজানি বাজার এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি ফাঁকা নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বরযাত্রীবাহী নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। এ ঘটনায় ফাতেমা বেগম ও শিপন মিয়া (৮) নামে দুইজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে ফাতেমা বেগমের মৃত্যু হয়। শিশু শিপনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, কামারজানিতে দুই নৌকার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রিপন আকন্দ/আরএআর