শিক্ষার্থীদের নিয়ে পুলিশের মাস্ক পরিধান ক্যাম্পেইন

আশঙ্কাজনকহারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের নিয়ে মাস্ক পরিধান ক্যাম্পেইন করেছে পুলিশ। 

রোববার (২১ মার্চ) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানে শিক্ষার্থীদের নিয়ে এ মাস্ক পরিধান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট মীর আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) এইচ এম জসিম উদ্দীন, ওসি (অপারেশন) হযরত আলী, মাজেদা গ্রুপের চেয়ারম্যান মহসিন ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান তারেক ও কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ হাবিব। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রমজান আলী মন্ডল, আওলাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দ্বীন ইসলাম, সাংবাদিক এস এম শাহাদাত, মাহবুব আলম প্রিয়, জাহাঙ্গীর মাহমুদ, আতাউর রহমান সানী, রিপন মিয়া, শাকিল আহমেদ ও নূর আলম প্রমূখ। 

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে মাস্ক পরিধানের নিয়ম ও ব্যবহার সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি করোনা মহামারিতে পরিবারের সবাইকে নিয়মিত মাস্ক পরিধান করতে বলা হয়। 

প্রধান অতিথি মীর আব্দুল আলীম বলেন, বর্তমানে অসচেতনভাবে ঘরে-বাইরে চলাচল করছে মানুষ। অথচ করোনার থাবা আবারও চারদিকে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় সচেতন হওয়ার বিকল্প নেই। তাই সবার মাস্ক পরা জরুরি। 

উপজেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ক্যাম্পেইনে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, আবারও দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই সবার সচেতন হওয়া জরুরি। করোনা প্রতিরোধে রূপগঞ্জ থানা এলাকায় পুলিশের মনিটরিং অব্যাহত থাকবে।    

মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/এএম