জকিগঞ্জের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওই ৯ জন

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও যুক্তরাজ্যফেরত ৯ জন অবশেষে ফিরে এসেছেন। হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করলে রোববার (২১ মার্চ) রাত পৌনে ৮টায় তারা ফেরত আসেন। 

এর আগে দুপুরে সিলেটের ব্রিটানিয়া হোটেলের রুম চেকআপের সময় একই পরিবারের ওই ৯ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আগমাী ২৬ মার্চ পর্যন্ত হোটেলে কোয়ারেন্টাইন থাকার কথা। 

যুক্তরাজ্যফেরত ৯ জনকে জকিগঞ্জ নিয়ে যাওয়া গাড়ির চালক জানান, সকাল ৮টায় তিনি তাদেরকে জকিগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের বাবা গুরুতর অসুস্থ। তাকে দেখে সেখান থেকে তারা আবার রাত পৌনে ৮টায় হোটেলে আসেন।

এদিকে যুক্তরাজ্যফেরত ৯ জন হোটেলে ফেরার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন প্রাপ্তবয়স্ক ছয়জনকে তিন হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়। 

এর আগে সন্ধ্যায় ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানেজার কাওসার খান বলেন, দুপুর ২টায় আমরা রুম চেকআপ করতে গিয়ে দেখি একই পরিবারের ৯ জন নেই। তারা হোটেলের ২০২ ও ২০৩ নম্বর কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা হোটেলে আবার ফেরত আসছেন বলে আমাদের জানিয়েছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, যুক্তরাজ্যফেরত ৯ জন কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় উধাও হওয়ার অভিযোগ পেয়ে আমরা হোটেলে এসে এর সত্যতা পাই। তাদেরকে ফেরত আনা হয়েছে। তাদের ও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তুহিন আহমদ/আরএআর